ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ । ৯৯ জন

নিয়াজ মাহমুদ জয়, ভোলা:

ভোলার দৌলতখানে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘সরিষা’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চরখলিফা ইউনিয়নের হেলিপোর্ট এলাকার মাঠে ২০২৩-২০২৪ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাকির হোসেন তালুকদার, তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের বরিশাল অঞ্চল মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ বশির প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।