ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন: এমপি মুকুল

admin
নভেম্বর ৮, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ । ১৭৬ জন

নিয়াজ মাহমুদ জয়, ভোলা:

ভোলার দৌলতখানে রবি ২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

বুধবার ৮ নভেম্বর দুপুরে দৌলতখান উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণের উদ্বাধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

বক্তব্যে এমপি মুকুল বলেন, প্রণোদনা উপকরণ ফলনের মাধ্যমে দেশের প্রতি ইঞ্চি মাটি ব্যবহার করলে দেশে ফসল উৎপাদনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এতে করে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিলো সোনার বাংলা বিনির্মানের তা বাস্তবায়িত হবে। এছাড়া বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বিএনপি সরকারের আমলে কৃষকগণ পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে। প্রধানমন্ত্রী অনেক দুঃখ-কষ্ট বুকে চেপে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বিকল্প নেই। তিনিই নিজেই নিজের বিকল্প। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেক কর্মসূচি চালু আছে। অসহায় মানুষ সেসব সুবিধা পাচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত জঙ্গি সংগঠন, পুলিশের লাশের ওপর নৃত্য করেছে। পুলিশ হাসপাতালে হামলা করেছে। অথচ ফিলিস্তিনের মুসলিমদের হত্যা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যাথা নেই।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুর নাহার বিনু, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপু প্রমুখ। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য ৩ হাজার আটশ’ ৫০ জনকে বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ।